Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জন্ম নিবন্ধন প্রায় ১৭ কোটি
বিস্তারিত

চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত সারা বাংলাদেশে প্রায় ১৭ কোটি মানুষের জন্ম নিবন্ধন হয়েছে বলে সংসদে জানানো হয়েছে।

 

জনসংখ্যা এখন সোয়া ১৫ কোটি রোববার সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানান, জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রকল্পের আওতায় গত সেপ্টেম্বর পর্যন্ত সনাতন পদ্ধতিতে হাতে লিখে ও অনলাইনে মোট ১৬ কোটি ৭১ লাখ ৭৮ হাজার ৩১২ জনের জন্ম নিবন্ধনকরা হয়েছে।

 

এই সময় পর্যন্ত মোট ১১ কোটি ৯২ লাখ ৯৬ হাজার ৭৪ জনের জন্মনিবন্ধন তথ্য কম্পিউটারাইজড হয়েছে বলে জানান তিনি। জনসংখ্যা এখন সোয়া ১৫ কোটি ২০১১ সালের আদমশুমারি অনুসারে বাংলাদেশের জনসংখ্যা ১৫ কোটি ২৫ লাখ ১৮ হাজার। সেই হিসাবে চার বছরে জনসংখ্যা বেড়েছে অন্তত দেড় কোটি। কেন না অনেকেই রয়েছেন, যারা জন্ম নিবন্ধন করেননি।

 

অনলাইনে জন্ম নিবন্ধন প্রক্রিয়া চালু থাকার কথা জানিয়ে আশরাফবলেন, প্রতিদিন গড়ে ৭০ থেকে ৮০ হাজার সনাতন পদ্ধতির জন্ম নিবন্ধন তথ্য কম্পিউটারাইজড করা হচ্ছে ও নতুন জন্ম তথ্য সরাসরি কম্পিউটারের মাধ্যমে নিবন্ধন করা হচ্ছে।

ডাউনলোড
প্রকাশের তারিখ
17/11/2014