Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফল
বিস্তারিত
পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক সমাপনী পরীক্ষায় ৯৭ দশমিক ৯২ শতাংশ ও ইবতেদায়ীতে ৯৫ দশমিক ৯৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে এ বছর।
এর মধ্যে প্রাথমিকে জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ২৪ হাজার ৪১১ জন। আর ইবতেদায়ীতে ৬হাজার ৫৪১জন।

গত বছর প্রাথমিক সমাপনীতে ৯৮ দশমিক ৫৮ শতাংশ এবং ইবতেদায়ীতে ৯৫ দশমিক ৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল।

আর প্রাথমিকে ২লাখ ৪০হাজার ৯৬১জন এবং ইবতেদায়ীতে ৭হাজার ২৫৩জন পূর্ণাঙ্গ জিপিএ পেয়েছিল।

এবার প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা হয় ২৩ থেকে ৩০ নভেম্বর। ৩০লাখ ৯৪হাজার ২৬৫জনশিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়।

এর মধ্যে পঞ্চম শ্রেণির ২৭লাখ ৮৮হাজার ৫৪৪জন এবং মাদ্রাসার তিন লাখ পাঁচ হাজার ৭২১জন পরীক্ষার্থী।

প্রাথমিকও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার কর্মকর্তাদের সঙ্গে নিয়েমঙ্গলবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পরীক্ষার ফলেরঅনুলিপি তুলে দেন।

বেলা সাড়ে ১২টায় আলাদা সংবাদ সম্মেলনে প্রাথমিক ওইবতেদায়ী সমাপনী পরীক্ষার ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন প্রাথমিক ওগণশিক্ষা মন্ত্রী।

সংবাদ সম্মেলনের পরপরই শিক্ষার্থীরা প্রাথমিকশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন। এছাড়া মোবাইল থেকেএসএমএস করেও ফল জানা যাবে।

ফল জানা যাবে মোবাইলে

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (www.dpe.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইট (http://dpe.teletalk.com.bd) থেকে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীর ফল জানা যাবে।

এছাড়াযে কোনো মোবাইল ফোন থেকে DPE লিখে স্পেস দিয়ে থানা/উপজেলার কোড নম্বর লিখেস্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৪ লিখে ১৬২২২ নম্বরে এসএমএসপাঠিয়েও ফল জানা যাবে।

ইবতেদায়ীর ফল পেতে EBT লিখে স্পেস দিয়েথানা/উপজেলার কোড নম্বর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৪লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

এই এসএমএস লেখার সময় সরকারিঅথবা রেজিস্ট্রার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের EMIS কোড নম্বরের প্রথমপাঁচ সংখ্যা উপজেলা/থানা কোড হিসেবে ব্যবহার করতে হবে; যা প্রাথমিক শিক্ষাঅধিদপ্তরের ওয়েবসাইট, সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিস, উপজেলা/থানাশিক্ষা অফিস ও প্রাথমিক বিদ্যালয় থেকে জানা যাবে।

ডাউনলোড
প্রকাশের তারিখ
30/12/2014