প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সেস টু ইনফরমেশন প্রোগ্রাম (এটুআই) উদ্যোগে স্থাপন করা হয়েছে ই-তথ্য সেবাকেন্দ্র এবং ডিজিটাল গণগ্রন্থাগার। আর ই-তথ্যকেন্দ্রে থাকছে মেলায় স্টল ম্যাপ, ডিজিটাল গণগ্রন্থাগার, জাতীয় তথ্য বাতায়ন ও সেবাকুঞ্জ।
প্রথম দিন থেকেই তারহীন ইন্টারনেট সংযোগে যুক্ত হলো অমর একুশে গ্রন্থমেলা প্রাঙ্গন। ১০ এমবিপিএস আনলিমিটেড প্যাকেজের মাধ্যমে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান দু অংশেই ফ্রি ওয়াইফাই জোন তৈরি করা হয়েছে বই ও প্রযুক্তিপ্রেমীদের জন্য। এছাড়া বাংলা একাডেমির বর্ধমান ভবনের উত্তর পাশের মিডিয়া সেন্টারে সংবাদকর্মীদের জন্য বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুবিধা রাখা হয়েছে। ব্যবহারকারীদের ইন্টারনেট সংযোগ পেতে কোন পার্সওয়ার্ড ব্যবহার করতে হবে না। স্মার্টফোন, ট্যাব, ল্যাপটপ কিংবা নোটবুকে মেলায় আগতরা ইন্টারনেটে সংযুক্ত হতে পারবেন।
এটুআই গণযোগাযোগ বিশেষজ্ঞ হাসান বেনাউল ইসলাম জানিয়েছেন,মেলায় ই-সেবা কেন্দ্রে প্রথম বারের মতো যুক্ত করা হয়েছে ডিজিটাল গণগ্রন্থাগার। গণগ্রন্থাগারে বইমেলার বিভিন্ন স্টলের বইসহ বই সংশ্লিষ্ট বিভিন্ন সাইটের ঠিকানা থাকবে। এছাড়া এখান থেকে বইমেলায় প্রতিদিন যুক্ত হওয়া বইয়ের খোঁজ-খবর পাওয়া যাবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস