বিদ্যালয়টি মৌলভীবাজার সদর উপজেলাধীন ২নং মনুমুখ ইউনিয়নের সাধুহাটি গ্রামে অবস্থিত। বিদ্যালয়টির পাশ দিয়ে নড়িয়া পদিনাপুর রাস্তা বয়ে গেছে। বিদ্যালয়টি পুরাতন বিধায় নতুন ভবন একান্ত প্রয়োজন। অত্র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা দেশের বিভিন্ন উন্নয়ন ও প্রশাসনিক কাজে কর্মরত ছিলেন ও বর্তমানে আছেন।
জনৈক ব্যক্তি ইশ্বরচন্দ্র বিদ্যা সাগর এর নামে এক ব্যক্তির নামানুসারে বিদ্যালয়টির নামকরন করা হয়। ইশ্বর চন্দ্র প্রাথমিক বিদ্যালয়। পরে এটির নাম হয় সাধুহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়।
শ্রেনী | বালক | বালিকা | মোট | মুসলিম | হিন্দু | বৌদ্ধ | খ্রিষ্টান | মোট |
শিশু শ্রেনী | ১৭ | ১১ | ২৮ | ২৩ | ০৫ | - | - | ২৮ |
১ম শ্রেনী | ২৩ | ২৬ | ৪৯ | ৩৬ | ১৩ |
| - | ৪৯ |
২য় শ্রেনী | ২০ | ৩০ | ৫০ | ২৭ | ২৩ | - | - | ৫০ |
৩য় শ্রেনী | ২৯ | ১৯ | ৪৮ | ৩২ | ১৬ | - | - | ৪৮ |
৪র্থ শ্রেনী | ২১ | ২৬ | ৪৭ | ৩১ | ১৬ | - | - | ৪৭ |
৫ম শ্রেনী | ১৭ | ১৫ | ৩২ | ২২ | ১০ | - | - | ৩২ |
মোট | ১২৭ | ১২৭ | ২৫৪ | ১৭১ | ৮৩ | - | - | ২৫৪ |
এডহক কমিটির দ্বারা বিদ্যালয়টি পরিচালিত।
১। সভাপতিঃ সহকারী উপজেলা শিক্ষা অফিসার, পদাধিকার বলে
২। সদস্যঃ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি।
৩। সদস্য সচিবঃ প্রধানশিক্ষক সংশ্লিষ্ট বিদ্যালয়।
বছর | ছাত্র | ছাত্রী | মোট | পাশের সংখ্য | পাশের হার |
২০১০ | ১২ | ১২ | ২৪ | ২২ | ৯১% |
২০১১ | ১১ | ১০ | ২১ | ১৭ | ৮১% |
২০১২ | ০৮ | ১৬ | ২৪ | ২৪ | ১০০% |
২০১৩ | ০৮ | ২০ | ২৮ | ২৮ | ১০০% |
২০১৪ | ১৩ | ২৩ | ৩৬ | ৩৬ | ১০০% |
৪৫% হারে ১০০জন ছাত্র-ছাত্রী উপবৃত্তির আওতায় আছে।
২০১৪সালে পিএসসি তে শতভাগ ও ২০১৫সালে শতভাগ ভর্তি নিশ্চিত হয়েছে।
শতভাগ ছাত্র-ছাত্রী ৫ম শ্রেনী পর্যন্ত ধরে রাখা (বিদ্যালয়) এবং শতভাগ পাশ করানোর চেষ্টা চালানো হয়েছে।
বিদ্যালয়ের যোগাযোগ ব্যবস্থা ভালো। বিদ্যালয়টি সরকাবাজার-পুদিনাপুর রাস্তার পাশে অবস্থিত।
সরকারবাজার বাসষ্ঠ্যান্ড থেকে রিক্সাযোগে আসা যায়।
১৫জন ছাত্র-ছাত্রী
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস