বিদ্যালয়ের নামঃ কাকৈরকোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ডাকঘরঃ মনুমুখ, ইউনিয়নঃ ২নং মনুমুখ ইউ.পি, ক্লাস্টারঃ সাধুহাটি, উপজেলাঃ মৌলভীবাজার সদর, জেলাঃ মৌলভীবাজার। কাকৈরকোনা, সুমারাই, নটপাড়া, আড়াইহাল এই চারটি গ্রাম নিয়ে বিদ্যালয়টির ক্যাচমেন্ট এড়িয়া বিস্তৃত।
মনুমুখ বহুমূখী পি.টি উচ্চ বিদ্যালয়ের তৎকালীন সহকারী শিক্ষক বাবু সুরেশ চন্দ্র পাল কাকৈরকোনা নিবাসী শ্রী ভারত পালের বাড়িতে ১৯৩৮খ্রিঃ সনে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাকালীন সময়ে শিক্ষক ছিলেন শ্রী মনমোহিনী সেনা পরবর্তীতে ১৯৪৮সনে শ্রী বঙ্কবিহারী সেনের বাড়িতে বিদ্যালয়টি স্থানান্তর করা হয়। শিক্ষানুরাগী ব্যক্তিত্ব জনাব শ্রী বঙ্কবিহারী সেন, জনাব মোঃ তাজুল ইসলাম, জনাব মোঃ মনির মিয়া, বেগম খতিবুন্নেছা উক্ত ব্যক্তিবর্গ বিদ্যালিয়ের জন্য জমিদান করলে ১৯৮২খ্রিঃ সনে বিদ্যালয়টি বর্তমান অবস্থানে স্থানান্তরিত হয়। এবং ১৯৯৫খ্রিঃ সনে সরকারী ভাবে একটি আধাপাকা গৃহনির্মাণ করা হয়।
শ্রেনী | বালক | বালিকা | মোট | মুসলিম | হিন্দু | বৌদ্ধ | খ্রিষ্টান | মোট |
শিশু শ্রেনী | ০৬ | ০৫ | ১১ | ০৯ | ০২ | - | - | ১১ |
১ম শ্রেনী | ০৯ | ০৮ | ১৭ | ১৬ | ০১ |
| - | ১৭ |
২য় শ্রেনী | ১৮ | ০৮ | ২৬ | ২৫ | ০১ | - | - | ২৬ |
৩য় শ্রেনী | ১৫ | ০৯ | ২৪ | ২১ | ০৩ | - | - | ২৪ |
৪র্থ শ্রেনী | ১০ | ১০ | ২০ | ১৯ | ০১ | - | - | ২০ |
৫ম শ্রেনী | ০১ | ০৮ | ০৯ | ০৫ | ০৪ | - | - | ০৯ |
মোট | ৫৯ | ৪৮ | ১০৭ | ৯৫ | ১২ | - | - | ১০৭ |
সভাপতিঃ জনাব মোঃ আদর মিয়া
সহ সভাপতিঃ জনাব মোঃ সাজিদ উল্যা
সদস্য-সচিবঃ জনাব কৃষ্ণ পদ দাস
সদস্যঃ বেগম সুপ্তা পাল
সদস্যঃ জনাব বিকাশ রঞ্জন সেন
সদস্যঃ জনাব মোঃ জহিরুল ইসলাম
সদস্যঃ বেগম সৈয়দা রহিমা বেগম
সদস্যঃ জনাব মোঃ মহসীন আলী
সদস্যঃ বেগম রোকেয়া বেগম
সদস্যঃ জনাব শিবানী দে
সদস্যঃ জনাব মোঃ আব্দুল আলীম
বিঃদ্রঃ ২০১৩খ্রিঃ সনে বর্তমান পরিচালনা কমিটি গঠিত হয়।
বছর | ছাত্র | ছাত্রী | মোট | পাশের সংখ্য | পাশের হার |
২০১০ | ০৪ | ০৫ | ০৯ | ০৫ | ৫৬% |
২০১১ | ০৫ | ০৪ | ০৯ | ০৭ | ৭৮% |
২০১২ | ০৩ | ০৬ | ০৯ | ০৯ | ১০০% |
২০১৩ | ০৯ | ১০ | ১৯ | ১৯ | ১০০% |
২০১৪ | ০২ | ১০ | ০৯ | ০৯ | ১০০% |
৪৩% হারে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
২০১১খ্রিঃ সন হতে সমাপনী পরীক্ষায় শিক্ষার্থীরা শতভাগ পাশ করে।
বিদ্যালয়টিকে “এ” গ্রেড ভূক্ত করার পরিকল্পনা রয়েছে।
যোগাযোগ ব্যবস্থা ভালো। উপজেলা সদর হতে প্রায় ১৭কি.মি দূরে অবস্থিত।
৫ম শ্রেনীতে ১জন।
৪র্থ শ্রেনীতে ২জন।
৩য় শ্রেনীতে ১জন।
২য় শ্রেনৗতে ৪জন।
১ম শ্রেনীতে ৪জন।
শিশু শ্রেনীতে ২জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস