বিদ্যালয়টি বাজরাকোনা গ্রামের উত্তর দিকে অবস্থিত। বিদ্যালয়ের ২টি গৃহ, ১টি ভালো, ১টি অকেজো।
এই গ্রামে কোন বিদ্যালয়ের না থাকায় এলাকাবাসীর চেষ্টায় ১৯৩৬খ্রিঃ সনে বিদ্যালটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে যেখানে বিদ্যালয়টি অবস্থিত সেখানে ৩৩শতক এর উপর অবস্থিত। দাতা জনাব কাশেম বখত আনছারী।
১। মোঃ আব্দুল মজিদ, সভাপতি
২। জাহানারা বেগম ,সহ সভাপতি
৩। স্বপ্না বেগম, সদস্য
৪। সভা বক্ত আনছারী, দাতা-সদস্য
৫। জহিরুল ইসলাম, উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি, সদস্য
৬। রীনা রানী ভৌমিক, অত্র বিদ্যালয়ের শিক্ষক, সদস্য
৭। জেলিন তরফদার, সদস্য
৮। মোঃ হায়দর আলী, সদস্য
৯। মোঃ আব্দুল হান্নান, সদস্য
১০। মোঃ আছিদ মিয়া, ইউ.পি সদস্য, সদস্য
১১। অনাদিশ্বর দত্ত, প্রধান শিক্ষক, সদস্য-সচিব
বিদ্যালয়ে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের মধ্যে থেকে ৪৫% হারে গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি দেওয়া হয়।
এই বদ্যালয় হইতে ৫ম শ্রেনী সমাপন করে অনেক ছাত্র-ছাত্রী এস.এস.সি, এইচ.এস.সি ও বিএ পাশ করেছে।
এই বিদ্যালয়টিকে আরও সুন্দর ও একটি আদর্শ বিদ্যালয়ে রুপদান করার পরিকল্পনা রয়েছে।
বিদ্যালয়ের যোগাযোগ ব্যবস্থা ভালো।
২০১২সনে সমাপনী পরীক্ষায় ১০০% পাস করেছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস