বিদ্যালয়টি মৌলভীবাজার সদর উপজেলাধীন ২নং মনুমুখ ইউনিয়ন পরিষদের অন্তর্গত ৬নং ওয়ার্ডের বাউরভাগ গ্রামে অবস্থিত। ১৯০৬খ্রিঃ সনে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৭৩খ্রিঃ সনে জাতীয়করণ করা হয়। বর্তমানে বিদ্যালয়ে শিক্ষককের পদ সংখ্যা ৬টি। ভর্তিকৃত ছাত্র-ছাত্রী ২২৬জন। বিদ্যালয়টিতে ১টি পাকা ভবন আছে কিন্তু ভবনটি ব্যবহারের জন্য পুরোপুরি উপযুক্ত নয়।
অত্র বিদ্যালয়টি ১৯০৬ সনে ১.২১একর জমির উপর প্রতিষ্টা করা হয়। জমিত দাতা জনাব মোঃ ছত্তার মিয়া। ১৯৭৩খ্রিঃ সনে জাতীয়করণ করা হয়। বিদ্যালয়ের পগাশুনার মান সন্তোষজনক। বিদ্যালয়ে ১টি পাকা ভবন আছে। অত্র বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীরা দেশের বিভিন্ন উন্নয়ন ও প্রশাসনিক কাজে কর্মরত ছিলেন ও বর্তমানেও আছেন।
শ্রেনী | বালক | বালিকা | মোট | মুসলিম | হিন্দু | বৌদ্ধ | খ্রিষ্টান | মোট |
শিশু শ্রেনী | ১৬ | ০৮ | ২৪ | ২২ | ০২ | - | - | ২৪ |
১ম শ্রেনী | ২০ | ১৫ | ৩৫ | ৩৪ | ০১ |
| - | ৩৫ |
২য় শ্রেনী | ২৫ | ২৪ | ৪৯ | ৪৩ | ০৬ | - | - | ৪৯ |
৩য় শ্রেনী | ২৩ | ২৯ | ৫২ | ৪৪ | ০৮ | - | - | ৫২ |
৪র্থ শ্রেনী | ১৮ | ১৯ | ৩৭ | ২৯ | ০৮ | - | - | ৩৭ |
৫ম শ্রেনী | ১৫ | ১৪ | ২৯ | ২৫ | ০৪ | - | - | ২৯ |
মোট | ১১৭ | ১০৯ | ২২৬ | ১৯৭ | ২৯ | - | - | ২২৬ |
১। মোঃ আব্দুল শাহীন, সভাপতি
২। মোঃ আব্দুল আজিজ, সহ সভাপতি
৩। মায়া বেগম, বিদ্যুৎসাহী মহিলা
৪। আশুতোষ ধর, বিদ্যুৎসাহী পুরুষ
৫। মোঃ শাহ আলম, উচ্চ বিদ্যালয় প্রতিনিধি
৬। মুক্তা রানী রায়, সদস্য
৭। মোঃ আব্দুল হক, সদস্য
৮। মহিমা আক্তার, শিক্ষক প্রতিনিধ
৯। মোঃ আব্দুর রহমান, ইউ.পি সদস্য
১০। হালেমা বেগম সদস্য
১১। অজয় কুমার সেন, সদস্য-সচিব
বছর | ছাত্র | ছাত্রী | মোট | পাশের সংখ্য | পাশের হার |
২০১০ | ০৮ | ১৯ | ২৭ | ২৩ | ৮৮% |
২০১১ | ০৭ | ২০ | ২৭ | ২৫ | ৯৩% |
২০১২ | ১৮ | ২০ | ৩৮ | ৩৮ | ১০০% |
২০১৩ | ১৬ | ১৯ | ৩৫ | ৩৫ | ১০০% |
২০১৪ | ২০ | ১৬ | ৩৬ | ৩৬ | ১০০% |
২০১৫সালে উপবৃত্তি তালিকাভূত ছাত্র-ছাত্রীর সংখ্যা ৯০জন।
প্রাথমিক সমাপনি পরীক্ষায় আমাদের পাশের হার শতভাগ। ২০০৭ ও ২০০৯ সালে আমরা প্রাথমিক বৃত্তি লাভ করি। অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়াশুনায় অধ্যয়নরত এবং বিভিন্নজন বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্টানে কর্মরত আছে।
বিদ্যালয়টিকে ভবিষ্যতে মডেল বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠা করা।
মৌলভীবাজার সদর উপজেলা থেকে ২৫কি.মি. দুরে বিদ্যালয়টি অবস্থিত। বাস অথবা সিএনজি যোগে যাতায়াত করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস