বিদ্যালয়টি বাহাদুরপুর গ্রামে কুশিয়ারা নদীর তীরে সমতল ভুমিতে অবস্থিত। বিদ্যালয়ে ৩টি ভবন আছে, ২টি পাকা, ১টি আধা-পাকা, দুইটি ভবন জরাজীর্ণ, ১টি ভালো।
এই গ্রামে কোন বিদ্যালয় না থাকায় এলাকাবাসীর চেষ্টায় ৪০শতক জায়গার উপর বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। দাতা মোঃ ইদ্রিস আলী ও মান উল্যাহ। গ্রামঃ বাহাদুরপুর
শ্রেনী | বালক | বালিকা | মোট | মুসলিম | হিন্দু | বৌদ্ধ | খ্রিষ্টান | মোট |
শিশু শ্রেনী | ১১ | ০৯ | ২০ | ১৯ | ০১ | - | - | ২০ |
১ম শ্রেনী | ১৮ | ১৭ | ৩৫ | ৩৫ | - |
| - | ৩৫ |
২য় শ্রেনী | ১৪ | ২১ | ৩৫ | ৩৫ | - | - | - | ৩৫ |
৩য় শ্রেনী | ১৪ | ২১ | ৩৫ | ৩৫ | - | - | - | ৩৫ |
৪র্থ শ্রেনী | ১২ | ১৫ | ২৭ | ২৭ | - | - | - | ২৭ |
৫ম শ্রেনী | ০৯ | ১৬ | ২৫ | ২৫ | - | - | - | ২৫ |
মোট | ৭৮ | ৯৯ | ১৭৭ | ১৭৬ | ০১ | - | - | ১৭৭ |
১। মোঃ আনিছ আলী, সভাপতি
২। মোঃ ফজলুর রহমান, সহ সভাপতি
৩। মোঃ আব্দুর রাজ্জাক, বিদ্যৎসাহী পুরুষ
৪। পারভীন বেগম, বিদ্যৎসাহী মহিলা
৫। ঝরনা বেগম, অভিবাবক সদস্য
৬। লাইলী বেগম, অভিবাবক সদস্য
৭। জয়নাল আবেদীন, অভিবাবক সদস্য
৮। কানিজ ফাতেমা, মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক
৯। সুফিয়া বেগম, ইউ.পি মহিলা সদস্য
১০। ওবায়দুল হক. সহকারী শিক্ষক, অত্র বিদ্যালয়
১১। আফজল আলী, প্রধান শিক্ষক/সদস্য সচিব
বছর | ছাত্র | ছাত্রী | মোট | পাশের সংখ্য | পাশের হার |
২০১০ | ৭ | ৪ | ১১ | ১১ | ১০০% |
২০১১ | ৭ | ৬ | ১৩ | ১২ | ৯২% |
২০১২ | ১০ | ৯ | ১৯ | ১৯ | ১০০% |
২০১৩ | ১২ | ৮ | ২০ | ২০ | ১০০% |
২০১৪ | ১২ | ৮ | ২০ | ২০ | ১০০% |
বিদ্যালয়ের ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের মধ্য হতে ৪২.৫০% গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি প্রদান করা হয়।
এই বিদ্যালয় হতে ৫ম শ্রেনী সমাপন করে অনেক ছেলে-মেয়ে এসএসসি. এইচএসসি, ও বিএ পাশ করেছে। অনেকে শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন।
বিদ্যালয়টিকে আরো সুন্দর ও একটি আদর্শ বিদ্যালয়ে রুপদান করার পরিকল্পনা রয়েছে।
বিদ্যালয়ের যোগাযোগ ব্যবস্থা ভালো। বিদ্যালয়টি পাকা রাস্তার পাশে অবস্থিত।
সমাপনী পরীক্ষায় প্রতিবছর পাশের হার ১০০% ২০১২সালের সমাপনী পরীক্ষায় সাধারন বৃত্তি প্রাপ্ত।
ছাত্রটির নাম মোঃ আজিজুর রহমান, পিতাঃ মোঃ আব্দুল মুকিদ, গ্রামঃ বাহাদুরপুর
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস