Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে মনুমুখ ইউনিয়ন
  • কালের স্বাক্ষী হয়ে দাড়িয়ে আছে ২৩টি গ্রামের মধ্যেস্থানে অবস্থিত ২নং মনুমুখ ইউনিয়ন পরিষদ। শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান পালন ও খেলাধুলা নিয়ে তার আপন গতিতে চলমান।

০১। ইউনিয়নের নামঃ ২নং মনুমুখ ইউনিয়ন পরিষদ

০২। ইউনিয়ন পরিচিতিঃ অত্র ইউনিয়ন পরিষদের উত্তরে খলিলপুর ইউনিয়ন পরিষদ, দক্ষিনে আখাইলকুড়া ইউনিয়ন পরিষদ ও আপার কাগাবালা ইউনিয়ন পরিষদ, পূর্বে মনু নদী ও আখাইলকুড়া ইউনিয়ন পরিষদ, পশ্চিমে খলিলপুর ইউনয়িন পরিষদ।

০৩। আয়তনঃ ১৮.০৬বর্গকি:মি:

০৪। লোকসংখ্যাঃ ২০৩৩৭১জন (২০১১সনের আদমশুমারী অনুযায়ী)

                 ক। পুরুষঃ ১০০৪৬জন

                 খ। মহিলাঃ ১০৩৪১জন

০৫। খানার সংখ্যাঃ ৩৬৩১টি (২০১১সনের আদমশুমারী অনুযায়ী)

০৬। গ্রামের সংখ্যাঃ ২৩টি

০৭। মৌজার সংখ্যাঃ ১১টি

০৮। হাট-বাজারের সংখ্যাঃ ৪টি

০৯। উপজেলা থেকে যোগাযোগের ব্যবস্থাঃ সিএনজি, বাস এর মাধ্যমে

১০। শিক্ষারহারঃ ৫২% (২০১১সনের আদমশুমারী অনুযায়ী)

                  ক। পুরুষঃ ৫৩.১%

                  খ। মহিলাঃ ৫০.৯%

১১। সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যাঃ ১২টি

১২। উচ্চ বিদ্যালয়ঃ ৩টা

১৩। মাদ্রাসাঃ ৪টি

১৪। গুরুত্বপূর্ন ধর্মীয়স্থানঃ ৩টি

১৫। ইউ.পি নতুন ভবন স্থাপিত কালঃ সাল ২০০৯-২০১০অর্থবছর

১৬। ইউ.পি ভবনঃ খতিয়ান নং ২৩৬ এবং দাগ নং ৯৬, ৯৭, ৯৮, জমির পরিমাণ ০.৫৮শতক জায়গার উপর ইউনিয়ন পরিষদ নতুন কমপ্লেক্স ভবন অবস্থিত।

১৭। দায়িত্বরত চেয়ারম্যানঃ জনাব এমদাদ হোসেন জুনু 

১৮। নবগঠিত পরিষদের বিবরণঃ

            শপথ গ্রহনের তারিখঃ ১২-০১-২০২২খ্রি.

            প্রথম সভার তারিখঃ ১৩-০১-২০২২খ্রি

            মেয়াদ উত্তীর্নের তারিখঃ ১২-০১-২০২৭খ্রি

১৯। বর্তমান পরিষদঃ

                        ক। চেয়ারম্যানঃ ১জন

                        খ। মহিলা সদস্যঃ ৩জন

                        গ। সাধারন সদস্যঃ ৯জন

২০। জনবলঃ

              ক। সচিবঃ ১জন

              খ। ‍হিসাব সহকারীঃ ১জন

              গ। উদ্যোক্তাঃ ২জন

              ঘ। দফাদারঃ ১জন

              ঙ। গ্রাম পুলিশঃ ৯জন

              চ। নৈশপ্রহরীঃ ১জন

              ছ। ঝাড়ুদারঃ ১জন

২১। গ্রামসমূহের নামঃ

পশ্চিম সাধুহাটি, পূর্ব সাধুহাটি,  সরাবপুর, বাদেফতেপুর, পংমধপুর, বাহাদুরপুর, মুজেফরাবাদ, সরকারবাজার, করিমপুর, ঘোড়াখাল,  বাউরভাগ, আড়াইহাল, সুমারাই, নাদামপুর, নটপাড়া, কাকৈরকোনা, বাজরাকোনা, শ্রীধরপুর, পয়গাম্বরপুর, মনুমুখ সুমারাই, চাঁনপুর, মনুমুখ বাজার, সেওয়াইজুরী।

২২। ব্যাংকঃ ৭টি (সোনালী ব্যাংক লিমিটেড, ব্যাংক এশিয়া লিমিটেড , ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ফার্স্ট সিকিরিটি ইসলামী ব্যাংক লিমিটেড,  আইএফআইসি ব্যাংক লিমিটেড, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড )

২৩। এনজিওঃ ৩টি

২৪। নিবন্ধিত সমিতিঃ ৬টি