Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
WSIS-2015 পূরুষ্কারের জন্য বাংলাদেশকে ভোট দিন
Details

২০১৫ সালের ‘ডাব্লিউএসআইএস অ্যাওয়ার্ড’-এর জন্য পুনরায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নকারী প্রকল্প অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম-এর তথ্যপ্রযুক্তি নির্ভর দুইটি উদ্ভাবনী উদ্যোগ মনোনীত হয়েছে।

‘জাতীয় তথ্য বাতায়ন (www.bangladesh.gov.bd)’ এবং ‘শিক্ষক বাতায়ন (www.teachers.gov.bd)’ যথাক্রমে ক্যাটাগরি ৩ এবং ৪-এ মনোনীত হয়েছে। গত বছরের মতো এবারও শুধুমাত্র ভোটের মাধ্যমে ডব্লিউএসআইএস সম্মাননা নিশ্চিত করা সম্ভব।

এটুআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে মনোনীত এ দুটো উদ্যোগকে চূড়ান্ত বিজয়ী করতে এবং বিশ্বের অন্যান্য দেশের উদ্যোগের সঙ্গে প্রতিযোগিতায় লড়াই করে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য দেশের মানুষদের ভোট দরকার। একটা ই-মেইল অ্যাড্রেস থাকলেই ভোট দেয়া যাবে। ভোট প্রদানের শেষ তারিখ আগামী ১ মে।

ক্যাটাগরি ৩: ‘National Portal (Reaching the information-have-nots through National Portal)’ (Project ID ১৪২৪৮৯৪৮০৮) এবং ক্যাটাগরি ৪: ‘Teachers Portal for Empowerment’ (Project ID ১৪২৪৪৩০২৬২)- এই দুটিতে ভোট দিতে হবে।

ভোট প্রদানের জন্য http://goo.gl/x8ysGd লিংকে গিয়ে ভোট ফর প্রজেক্টে ক্লিক করতে হবে। এরপর সব ক্যাটাগরি থেকে পছন্দ অনুযায়ী ভোট দেয়া যাবে। এক্ষেত্রে মনে রাখতে হবে যে, প্রতিটি ক্যাটাগরিতেই অর্থাৎ ডাব্লিউএসআইএস অ্যাওয়ার্ডের ১৮টি ক্যাটাগরিতেই ভোট দিতে হবে।

প্রথম ও দ্বিতীয় ক্যাটাগরিতে ভোট প্রদান শেষে তৃতীয় ক্যাটাগরিতে এসে বাংলাদেশের এটুআইয়ের প্রজেক্ট ‘National Portal (Reaching the information-have-nots through National Portal) (Project ID ১৪২৪৮৯৪৮০৮)-তে এবং চতুর্থ ক্যাটাগরিতে ‘Teachers Portal for Empowerment’ (Project ID ১৪২৪৪৩০২৬২) ভোট দেবেন ।

এরপর বাকী ক্যাটাগরিগুলোতে অর্থাৎ ১৮তম ক্যাটাগরি পর্যন্ত ভোট দিতে হবে। ভোট দেয়া শেষ হলে তখন ধন্যবাদ (Thank You) জানিয়ে একটি পেজ দেখা যাবে। এ ছাড়া যেসব ভোট গ্রহণ করা হয়েছে সেগুলো দেখা যাবে My votes Tab-এ।

উল্লেখ্য, গত বছর এটুআই প্রোগ্রামের দুটি উদ্যোগ ‘সার্ভিস @ ডোরস্টেপ (Service @ doorstep)’ এবং ‘আইসিটি ফর এডুকেশন ইন সেকেন্ডারি অ্যান্ড হাইয়ার সেকেন্ডারি লেভেল (ICT for Education in Secondary and Higher Secondary Level Project)’ ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি আয়োজিত ‘ডাব্লিউএসআইএস অ্যাওয়ার্ড’ এর জন্য মনোনীত হয়েছিল। বাংলাদেশের মানুষদের স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদানের মাধ্যমে ‘সার্ভিস @ ডোরস্টেপ উদ্যোগটি’ ডাব্লিউএসআইএস অ্যাওয়ার্ড’ অর্জন করে।

এই বছর মনোনীত দুটি উদ্যোগ সকলের ভোট প্রদানের মাধ্যমে নির্বাচিত হলে বাংলাদেশের সফলতা বিশ্ব দরবারে পৌঁছে দেয়া সম্ভব হবে।

জাতীয় তথ্য বাতায়ন উদ্যোগটি WSIS Award 2015 এর জন্য বাংলাদেশ থেকে মনোনীত হয়েছে। অসাধারণ এই উদ্যোগটি দেখতে ঘুরে আসুন ওয়েবসাইটটি-www.bangladesh.gov.bd

বাংলাদেশকে ভোট দেয়ার লিংক- http://goo.gl/T9zR2N এবং কীভাবে বাংলাদেশকে ভোট দিতে পারবেন দেখে নিন এই ভিডিওটি থেকে- http://goo.gl/xnjcvS

আপনার একটি ভোট পারে বাংলাদেশকে চূড়ান্ত বিজয়ী করতে

Attachments
Image
Publish Date
05/04/2015